বিরহের বসন্ত
- স্বজন মাহমুদ ১৯-০৫-২০২৪

বড় নির্মমতার মাঝে আজ আমার সময় কাটে,
তোমার আগ্রহের রশি ছিড়ে গেছে যেদিন থেকে,
আমি স্বজন হারিয়েছি শাপিত যাতনার করুন অবগাহে,
আঁধার থেকে আরো আঁধারে হারিয়ে আমি পেয়েছি উপভোগের চকচকে বিষ পেয়ালা,
প্রচন্ড তিব্র কিছু নির্মম নিরবতা,
আমার জলন্ত চোখে আক্ষেপের চিত্র এঁকে যায় প্রতিনিয়ত ,
এ নিঃস্যঙ্গতার কোন সংঙ্গা নেই,
আমি ব্ৃথাই খুঁজে ফিরেছি আশার অভিলাষে,
আমার শান্তিতে আজ গ্রহন লেগেছে,
তোমায় অর্জনে যেটুকু সময় ব্যয় করেছি,
প্ৃথিবী ততক্ষনে সূর্যকে চার বার প্রদক্ষিন করে নিয়েছে,
একবিংশ শতাব্দিতে প্রনয়ের শোক বড়জোর এক বসন্ত ,
আমি পনেরটি বসন্ত ফেলে এসছি,
বড় নির্মমতার মাঝে আজ আমার সময় কাটে,
বড়জোর ছাব্বিশ বছরের ছোকড়া আমি এক,
সেই যে তোমাতে ডুবেছি..…্
অপরিপক্ক হ্ৃদয়ে তোমায় বসিয়ে,
আজ পরিপক্কতায় তার খেসারত দিচ্ছি্

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।